আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারা দেশে লড়াই চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি এ কথা জানান।
বিট্রিশ সরকারের একজন মুখপাত্র জানান, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে জেলেনস্কি নেতৃত্বের প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বরিস জনসন জানিয়েছেন, যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
তারা একে অপরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে রাজি হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জনগণের সমর্থন পেয়েছেন ৯০ শতাংশ। গত বছরের ডিসেম্বর থেকে তিনগুণ জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে জেলেনস্কির। তাকে মাত্র ৬ শতাংশ মানুষ সমর্থন করেননি। ৩ শতাংশ ছিলেন সিদ্ধান্তহীনতায়। প্রায় দুই হাজার মানুষের উপর এ জরিপ পরিচালিত হয়েছে। যদিও ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেনের বাসিন্দারা এ জরিপের অন্তর্ভূক্ত ছিলেন না।
এছাড়া ৭০ শতাংশ ইউক্রেন জনগণ বিশ্বাস করেন রাশিয়ার আক্রমণ প্রতিহত করা সম্ভব।