ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কসোভো নিজ দেশে স্থায়ীভাবে মার্কিন সামরিক ঘাঁটি ও ন্যাটোর সদস্য হতে চায় ।
স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) কসোভোর প্রতিরক্ষামন্ত্রী আরমেন্ড মেহাজ তার ফেসবুকে পেইজে দেওয়া এক বিবৃতি বলেন, পশ্চিম বলকানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যত দ্রুত সম্ভব কসোভোর ন্যাটোর সদস্যপদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রয়োজন।
বলকান অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ৬৩৫ সেনা সেখানে মোতায়েন রয়েছে।
কসোভোর প্রতিরক্ষামন্ত্রী আরমেন্ড মেহাজ বলেন, পশ্চিম বলকান ও এর আশপাশের অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য (কসোভোয়) স্থায়ী মার্কিন ঘাঁটি দরকার।
কসোভো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মেহাজ বলেন, তার সরকার ইউক্রেনের যেকোনো সামরিক অভিযানের জন্য সাহায্য দিতে প্রস্তুত, যদি এটি ওয়াশিংটনের কাছে চাওয়া হয়।
২০০৮ সালে পশ্চিমের দেশগুলোর সামরিক সহায়তায় সার্বিয়া থেকে কসোভো স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের অর্ধেকের বেশি সদস্য প্রিসটিনাকে স্বীকৃতি দিলেও রাশিয়া ও চীনসহ প্রভাবশালী কয়েকটি দেশ কসোভোকে সার্বিয়ার অংশ বলে মনে করে।