চলমান যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে, তারা আগ্রাসনে জড়িত ৫ হাজার ৩০০ রুশ সেনাকে হত্যা করেছে। আরও দাবি করা হয়েছে, এখন পর্যন্ত রাশিয়া ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার, ৮১৬টি সাঁজোয়া যান ও ১৯১টি ট্যাংক হারিয়েছে। এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে তাদের বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও সঠিক সংখ্যা জানায়নি।
এদিকে, জাতিসংঘের পর্যবেক্ষকরা বলেছেন, রুশ আগ্রাসনে কমপক্ষে ৯৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাতিসংঘ বলেছে, রুশ আগ্রাসনের ফলে ইউক্রেনে গুরুতর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে।