বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনা শুরু হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় বলেছিল, আলোচনায় কিয়েভের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সমস্ত রাশিয়ান বাহিনী প্রত্যাহার করা।
এদিকে, ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। শনিবার এক ভিডিও বার্তায় ইইউ’র প্রতি এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য সমস্ত ইউরোপীয়দের সঙ্গে একত্রিত হওয়া। আমি নিশ্চিত এটি আমাদের ন্যায্য এবং যা সম্ভব।
জেলেনস্কি রাশিয়ান সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনার সরঞ্জাম পরিত্যাগ করুন। এখান থেকে চলে যান। কমান্ডারদের বিশ্বাস করবেন না। শুধু আপনার জীবন বাঁচান।