ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি। এরই মধ্যে যুক্তরাজ্যে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বিবিসি-তে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) দেশটির অটোমোটিভ পরিষেবা সংস্থা আরএসি জানায়, যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম ১ দশমিক ৫১ ডলার বেড়েছে। আর ডিজেলের দাম বেড়েছে ১ দশমিক ৫৫ জলার।
বিশ্বে রাশিয়া অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ। যুক্তরাজ্য জ্বালানি তেল মাত্র ৬ শতাংশ রাশিয়া থেকে আমদানি করে থাকে। তবে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ সীমিত করতে পারে এবং দাম বাড়িয়ে দিতে পারে।