ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ ও নিউ কাখোভকা শহরের মধ্যবর্তী খেরসন ঘিরে ফেলেছে রুশ সেনারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার সেনারা মঙ্গলবার (০১ মার্চ) সকালে মস্কো-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার নিকটবর্তী শহর খেরসনে স্থল হামলা শুরু করেছে।
খেরসন সিটি মেয়র ইগর কোলিখায়েভ তার ফেসবুকে জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনী খেরসনের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। তবে তিনি বলেন, খেরসন ইউক্রেনের ছিল এবং আছে।
খবরে বলা হয়, খেরসন শহরটি রুশ সেনারা ঘেরাও করে রেখেছে। চারদিকে প্রচুর রাশিয়ান সৈন্য এবং সামরিক সরঞ্জাম রয়েছে। তারা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করেছে।