এখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।
মঙ্গলবার (০১ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ একথা বলেন।
রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে কোনও বৈঠক হবার সম্ভবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে দিমিত্রি পেসকভ বলেন, না, এখনও পর্যন্ত এমন কোন পরিকল্পনা নেই।
তুরস্ক এবং কাজাখস্তানের মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে।