ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। বুধবার (০২ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী খেরসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। খেরসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেন, শহরটিতে লড়াইয়ে ২০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
যদি শহরটি রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে থাকে তাহলে এটেই হবে এখন পর্যন্ত রাশিয়ান বাহিনীর ইউক্রেনের বৃহত্তম কোনও শহরের নিয়ন্ত্রণে নেওয়া বলছে বিবিসি।
খেরসনের মেয়র বলেন, রাশিয়ান সেনারা শহরের ট্রেন স্টেশন এবং বন্দর নিয়ন্ত্রণে নিয়েছে।