রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনও সময় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে। যার ফল হবে ধ্বংসাত্মক।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে বুধবার (০২ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।
ল্যাভরভ বলেন, কিয়েভ যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে, তবে প্রকৃত বিপদের মুখোমুখি হবে রাশিয়া।
এর আগে, মঙ্গলবার (০১ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। এটি একটি ‘সত্যিকারের বিপদ’, যার জন্য রাশিয়ার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন রয়েছে।
ক্রেমলিন গত সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অভিযান পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় বইছে।