যুদ্ধবিরোধী বিক্ষোভের জন্য শিশুদের আটক করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার (০১ মার্চ) রাশিয়ার স্কুল পড়ুয়া শিশুরা ইউক্রেনীয় দূতাবাসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। এসময় তাদের হাতে ‘যুদ্ধ নয়’, ‘যুদ্ধ থামান’ লেখা প্লেকার্ড ছিল।
খবরে বলা হয়, শিশুদের আটকের পর পুলিশের ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার তদন্তমূলক সংবাদপত্র নোভায়া গেজেটা জানিয়েছে আটক শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে শিশুদের আটকের ছবি আলেক্সান্ডারা আরখিপোভা নামের এক নারী তার ফেসবুকে পোস্ট করেছে। যে ছবি এখন ভাইরাল।
পোস্টের বরাতে খবরে বলা হয়েছে, মস্কোতে দুই নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়েছে। শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।