রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (০২ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই আহ্বান জানায়।
ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ শুরু করেছে। রাশিয়ার জনগণকে সঠিক তথ্য জানতে বাধা দিচ্ছে তারা। একে সত্যের ওপর আক্রমণ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র এই বিবৃতিটি দিল যখন রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে আক্রমণ জোরদার করছে।