রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ৭ দিনে প্রায় ৯ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোরে এ দাবি করেন।
তিনি বলেন, আক্রমণকারীরা ইউক্রেনীয়দের কাছ থেকে জবাব পাবে। রুশ সেনারা যেখানেই যাবে, ধ্বংস হবে। ইউক্রেনীয়দের জন্য এটি দেশ রক্ষার যুদ্ধ।
আক্রমণকারীদের ইউক্রেনীয়রা তাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি আন্তরিকভাবে ইউক্রেনীয়দের প্রশংসা করি। আমরা তাদের (রাশিয়ানদের) অপমান করে তাড়িয়ে দেব।
তিনি আরও বলেন, আমরা তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছি, যা বছরের পর বছর ধরে তারা তৈরি করেছিল। ভয়ে হানাদাররা তাদের বাড়ির দিকে পালাচ্ছে বলেও জানান তিনি।
জেলেনস্কি বলেন, যুদ্ধে তারা হাল ছেড়ে দেবে না এবং রাশিয়ানরা এই যুদ্ধ চিরকাল মনে রাখবে।