পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা চান জেলেনস্কি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 16:02:06

ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনায় ফলপ্রুস কোন সিদ্ধান্ত না আসায় এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা বসতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ‘এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় আমার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা।’

বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি কিছুক্ষণ আগে বলেন, আমার সঙ্গে বসুন, তবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মতো ৩০ মিটার দূরে নয়। এক লম্বা টেবিলের দু’প্রান্তে বসে দুই নেতার বৈঠকের প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি।

এ সময় জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি তাকে যুদ্ধবিমান পাঠানোরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এর পর লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ফোনালাপে বলেছেন, ইউক্রেনের অসামরিকীরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই তার লক্ষ্য - আর এ লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে।

এ সম্পর্কিত আরও খবর