মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন ইউক্রেনের জন্য বাড়তি অর্থায়ন নিশ্চিত করতে কংগ্রেসের সঙ্গে কাজ করছে।
শনিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় বাইডেন এ কথা জানান।
ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে দেশটির নাগরিক ও সেনা বাহিনীর দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।
তবে ইউক্রেনের ওপর একটি নো-ফ্লাই জোন স্থাপনে সহায়তার জন্য জেলেনস্কির অনুরোধের বিষয়ে কোন কিছু জানায়নি হোয়াইট হাউস।
সংঘাত বাড়াতে পারে এ কারণে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলি জেলেনস্কির এমন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে তারা রাশিয়া এবং দেশটির ধনী ব্যক্তিদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলি ইউক্রেনকে সামরিক, চিকিৎসা ও মানবিক সহায়তাও দিয়ে আসছে।