ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার বিমান হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছে।
বুধবার (৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
সুমির গভর্নর দিমিত্রো ঝাইভিটস্কি বলেছেন, রাশিয়া শহরের উত্তর-পূর্বে একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালায়। যাকে তিনি গণহত্যা বলে বর্ণনা করেছেন।
তিনি বিবিসিকে বলেন, এটি একটি ভয়ানক রাত ছিল। এক বাড়ির নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ২০টি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে।
রাশিয়া মানবিক করিডোর খোলার অনুমতি দিয়ে শহরটিতে বোমাবর্ষণ থামাতে সম্মত হওয়ার পরে সুমি থেকে প্রায় ৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।