মৃত্যুর মুখে ৮৫ হাজার ইয়েমেন শিশু

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-06-13 00:06:07

ইয়েমেনের ৮৫ হাজারেরও বেশি শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে। যুদ্ধবিধ্বস্ত দেশটির শিশুগুলো খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মৃত্যুর সঙ্গে লড়ছে।

বুধবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক সহযোগিতা সংগঠন জাতিসংঘ ও সেভ দ্যা চিলড্রেনের প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে। খবর আল-জাজিরার।

সহায়তা সংগঠন দুটি মূলত পাঁচবছরের কম বয়সী শিশুদের উপর নিরীক্ষণ চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে শিশুর মৃত্যুহার ও তীব্র অপুষ্টির ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়।

আন্তর্জাতিক সহায়তা সংগঠন সেভ দ্যা চিলড্রেনের ইয়েমেন পরিচালক জানায়, ‘২০১৫ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তীব্র ক্ষুধার কারণে ৮৫ হাজার ইয়েমেন শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে। এমন তথ্য আমাদের চমকে দিয়েছে’।

নতুন এই প্রতিবেদনে ৮৫ হাজার শিশু ঝুঁকির মুখে থাকলেও মৃতের সংখ্যাও নেহাৎ কম নয়। নিয়মিত অপুষ্টিতে ভুগতে থাকা অঙ্গ-পতঙ্গের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বহু শিশু।

এছাড়াও, বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘ইয়েমেনর ১৪ লাখের বেশী মানুষ খাদ্যাভাবে ভুগছে’।

 

এ সম্পর্কিত আরও খবর