ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপ থেকে বেরিয়ে গেল রাশিয়া।
বৃহস্পতিবার (১০ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয় অভিযোগ এনে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
মানবাধিকার এই সংস্থাটি ইউরোপের প্রাচীনতম রাজনৈতিক সংস্থা এবং এর লক্ষ্য সমগ্র মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনকে সমুন্নত রাখা।
এটি ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছিল।