যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (১২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এ দাবি করেন।
ইউক্রেন যুদ্ধের ১৭তম দিনে জেলেনস্কি দাবি করেন যুদ্ধে রাশিয়ার ৩১টি কৌশলগত ব্যাটালিয়ন গ্রুপকে এখন পর্যন্ত অক্ষম করে দেওয়া হয়েছে।
রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার শহরটির মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যায় রুশ সেনারা।
ভলোদিমির জেলেনস্কি অবিলম্বে মেলিতপোলের মেয়রকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি ফরাসি এবং জার্মান নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন বলে জানান।
জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ইইউ সদস্যপদ পাওয়ার জন্য ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করছে।