মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সে বিষয়ে কিছু বলব না। কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে।
রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এ কথা বলেন।
এর আগে গত বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি দাবি করেন, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করার প্রাথমিক প্রস্তুতি নিয়েছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। রাসায়নিক অস্ত্রের মজুত নিয়ে কয়েক দিন ধরেই একে অন্যকে দোষারোপ করে আসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
এদিকে শুক্রবার এক টুইট বার্তায় বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে কখনোই জয়ী হবেন না। পুতিন আশা করেছিলেন, যুদ্ধ ছাড়াই তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করবেন, ইউরোপীয় ঐক্যে ফাটল ধরাবেন, ন্যাটো জোটকে দুর্বল করবেন এবং যুক্তরাষ্ট্রকে বিভক্ত করবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।