ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে রাশিয়া বিমান হামলা চালিয়েছে ও ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।
রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সকালে এই হামলা হয় বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে।
লিভভের মেয়রও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে টুইটারে এক সাংবাদিক জানিয়েছেন।
কর্মকর্তারা বলার আগে রোববার ওই অঞ্চলের বাসিন্দারাও বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছিল।