ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে ধরে নিয়ে গিয়েছে রুশ সেনারা।
রোববার (১৩ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত তিন দিনে এ নিয়ে ইউক্রেনের ২ জন মেয়রকে অপহরণ করল রুশ সেনারা। এর আগে, শুক্রবার (১১ মার্চ) মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভকে ধরে নিয়ে যাওয়ার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কুলেবা বলেন, রাশিয়ান যুদ্ধাপরাধীরা মাতভেয়েভকে অপহরণ করেছে। স্থানীয় সমর্থন না পেয়ে আক্রমণকারীরা সন্ত্রাসে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সমস্ত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাই।