ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ (১৪ মার্চ) ১৯তম দিন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯০ শিশু নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে কিয়েভে। তারপর খারকিভ, ডোনেটস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে।
এদিকে, রাশিয়া ইউক্রেনকে নিরস্ত্রীকরণের জন্য চালানো বিশেষ অভিযানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে।