ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৪ মার্চ ১৯তম দিনে গড়িয়েছে। হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে একশ'র বেশি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
সোমবার (১৪ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুক পেজে লিখেছেন, রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সাতটি হাসপাতাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এবং আরও ৯৭টি হাসপাতাল গোলাবর্ষণ এবং বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনে স্বাস্থ্যসেবা চালু রাখতে প্রায় ২০০০ বিদেশি ডাক্তার ও নার্স স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।