ইন্দোনেশিয়া জাতীয় উদ্যানের দ্বীপ তীরবর্তী অঞ্চলে একটি মৃত তিমি ভেসে উঠে। কিন্তু আশ্চর্যজনকভাবে মৃত এই তিমির পেটের ভেতর ছয় কেজির বেশি প্লাস্টিক বর্জ্য পাওয়া যায়।
বুধবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করে বিবিসি।
ছয় কেজি প্লাস্টিক বর্জ্যের মধ্যে ১১৫ টি পানীয় কাপ, চারটি প্লাস্টিক বোতল, ২৫ টি প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য ছিল একাধিক।
মৃত তিমির দেহের উচ্চতা প্রায় ৩১ ফুট। ওজন ৬৩ কেজি। তবে এভাবে তিমির আকস্মিক মৃত্যু পরিবেশবিদদের ভাবিয়ে তুলেছে।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার মেরিনের প্রজাতি সংরক্ষণ কর্মকর্তা ডুই সুপ্রাপ্তি বলেন, ‘আমরা এই আকস্মিক মৃত্যুর কারণগুলো বের কর করতে পারছিনা। কিন্তু যা ঘটছে সেটা অনেক ভয়াবহ’।
কিন্তু অতিরক্ত প্লাস্টিক বর্জ্য পেটে যাওয়ায় তিমিটির মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা।
তবে চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম ও থাইল্যান্ডের বেশিরভাগ প্লাস্টিক বর্জ্য সমুদ্রের পানিতে ফেলা হয়। ২০১৫ সালের এক গবেষণা মতে, দেশগুলোর ৬০ ভাগ প্লাস্টিক বর্জ্যের সমুদের যায়। এতে সমুদ্রের প্রাণীদের ক্ষতি থেকে শুরু করে এর সৌন্দর্য বিনষ্ট হয়।