ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং।
রাশিয়ান প্রার্থী আলেকজেন্ডার প্রকোপচুকে হারিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা সংগঠনটির সর্বোচ্চ পদের জন্য নির্বাচিত হয় কিম।
বুধবার (২১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।
সম্প্রতি দুবাইতে ইন্টারপোলের এক সম্মেলনে নতুন সভাপতির বাচাইয়ের জন্য নির্বাচন করে।
এতে সংস্থাটির আওতায় থাকা ১৯৪ রাষ্ট্রের সদস্যরা ভোট প্রদান করে। ভোটে রাশিয়ান প্রার্থীকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ান প্রার্থী সভাপতি পদের জন্য নির্বাচিত করে।
বর্তমানে রাশিয়ার আলেকজেন্ডার প্রকোপচুক সংস্থাটির রাশিয়া প্রধান হিসেবে কাজ করছে।
একইসাথে তিনি দেশটির মন্ত্রিত্বের দায়িত্বও পালন করছেন। কিন্তু ইন্টাপোলের ‘আন্তর্জাতিক গ্রেফতার সনদ’ এর অপব্যবহার করায় এই রাশিয়ানের পরাজয়ের মূল কারণ বলে মনে করছেন সবাই।