ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের আজ (১৫ মার্চ) ২০তম দিন। দেশটির বিভিন্ন শহরের আবাসিক স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী বোমা ফেলেছে রুশ বাহিনী। যার ফলে প্রাণ ভয়ে নিজ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে নাম লেখাচ্ছে ইউক্রেনীয়রা।
মঙ্গলবার (১৫ মার্চ) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইউক্রেনে প্রতি মিনিটে একজন শিশু শরণার্থীর খাতায় নাম লেখাচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ১৪ লাখ শিশু শরণার্থী হয়েছে। যার অর্থ প্রতি মিনিটে একজন শিশু শরণার্থী হয়েছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার সাংবাদিকদের বলেন, ইউক্রেনে গত ২০ দিনে গড়ে প্রতিদিন ৭০ হাজার শিশু শরণার্থী হয়েছে। যার অর্থ হচ্ছে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রতি মিনিটে একজন শিশু শরণার্থী হচ্ছে।
গতকাল সোমবার (১৪ মার্চ) ইউক্রেন জানিয়েছিল, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ৯০ শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক শিশু।
সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কিয়েভ, খারকিভ, দনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মিকোলাভিভ এবং ঝিতোমির অঞ্চলে।