যুদ্ধ বন্ধে রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের এবং দেশটির সংবাদকর্মীদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে কিয়েভ থেকে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আপনি যদি পদে থাকেন, আর যদি যুদ্ধের বিরোধিতা না করেন, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আপনি বছরের পর বছর যা উপার্জন করেছেন তার সবকিছু থেকে। যা ইতিমধ্যেই করা হচ্ছে।
রুশ সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখনও ইউক্রেনের বিরুদ্ধে প্রচার-প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা নিজেদেরকে ঝুঁকিতে ফেলছেন। তার চেয়ে বরং আপনারা চাকরি ছেড়ে চলে যান।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে নিন্দিত হওয়ার চেয়ে চাকরি ছাড়া কয়েক মাস বসে থাকা আপনার জন্য অনেক ভাল।