যুদ্ধ বন্ধের আহ্বান, সাংবাদিক গ্রেফতার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:29:21

‘যুদ্ধ’শব্দটাই ব্যবহার করতে পারছেন না রাশিয়ার সাংবাদিকরা। ‘নব্য-নাৎসি’ নিয়ন্ত্রণে পুতিনের অভিযান বলে ব্যাখ্যা করতে বলা হচ্ছে।

‘নো ওয়ার -যুদ্ধ নয়’। রাশিয়ার রাষ্ট্রচালিত টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার চলছিল। এমন সময়ে পোস্টার হাতে, সংবাদ পাঠকের পেছনে দাঁড়িয়ে পড়েন এক সাংবাদিক। আর তারপরেই গ্রেফতার করা হল সেই সাংবাদিককে।

রাশিয়ায় বেশিরভাগ বড় সংবাদমাধ্যমই রাষ্ট্রচালিত। সমালোচকদের মতে, পুতিনের পক্ষপাতিত্বই সেই চ্যানেলগুলির ধ্যানজ্ঞান।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিকেও তাই ব্যাখ্যা করা হচ্ছে ভিন্নভাবে। সেখানে সম্প্রচার করা হচ্ছে, শান্তি রক্ষার্থেই এই বাহিনী পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। নব্য-নাৎসিদের শায়েস্তা করতে এই অভিযান। রুশ সাংবাদিকদের 'যুদ্ধ' শব্দটিরও ব্যবহার করতে বারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর