ইউক্রেনে প্রথমবারের মতো রাশিয়া কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
শুক্রবার (১৮ মার্চ) ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে মিসাইল এবং গোলাবারুদের একটি বিশাল ভূগর্ভস্থ ডিপো ধ্বংস করতে এই ক্ষেপণাস্ত্র
ব্যবহার করা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই প্রথম ইউক্রেনে কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ইউক্রেনে চালানো বিশেষ সামরিক অভিযানে এই প্রথম কিনজল হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করা হল।