পুতিনের সঙ্গে সাক্ষাতে কথা বলার এখনি সময়: জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 13:53:13

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (১৯ মার্চ) রাতে এক ভিডিওবার্তায় তিনি এ প্রস্তাব দেন।

ভিডিওতে রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এখনি কথা বলার সময়, সাক্ষাতের সময়। আমি সবার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে মস্কোর কথা।’

ভিডিওতে জেলেনস্কি অভিযোগ করেন, রুশ সেনারা বন্দরনগরী মারিওপোল অবরোধ করে মানবিক বিপর্যয় ঘটিয়েছে। শহরের বাসিন্দাদের কাছে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে। তারা একের পর এক আবাসিক এলাকার ভবনে বোমা হামলা চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের শহরগুলোতে রুশ বাহিনী যে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে, তাতে মস্কোর স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাশিয়ার এমন সিদ্ধান্ত অবশ্যই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।’

এ সম্পর্কিত আরও খবর