যুদ্ধের তিন সপ্তাহে রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
শনিবার (১৯ মার্চ) এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছেন। তবে বিবিসি এর সততা যাচাই করতে পারেনি।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৪, ৪০০ রুশ সেনা নিহত হয়েছে।
ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে, ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন, ৩টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী। এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং উচ্চমাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ ছিল ‘জটিল’।
যদিও পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে প্রায় সাত হাজার রুশ সেনা নিহত হয়েছে এবং ১৪,০০০ থেকে ২১,০০০ মতো সেনা আহত হয়েছে।
এদিকে, আর্টিলারি স্ট্রাইকের পরে ইউক্রেনিয়ান শহর চেরনোবায়েভকাতে রুশ বাহিনীর এক সামরিক লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
রাশিয়ান সশস্ত্র বাহিনীর দক্ষিণ সামরিক জেলার অষ্টম সম্মিলিত অস্ত্র বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ এখন পর্যন্ত সংঘাতে নিহত হওয়া সবচেয়ে সিনিয়র রুশ কমান্ডার।