রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
শনিবার (১৯ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ ঘোষণা দেন। এর মধ্যে ‘ফর লাইফ’ দলটি অন্যতম। এটি ইউক্রেনের বৃহত্তম রুশপন্থি দল। এ দলে ইউক্রেনের কয়েকজন পার্লামেন্ট সদস্য রয়েছেন।
অন্য দলগুলোর মধ্যে রয়েছে- বিরোধী দল, পার্টি অব শরিয়া, আওয়ার্স (আমাদের), বাম বিরোধী দল, বাম দলীয় ইউনিয়ন, রাজ্য দল, ইউক্রেনের প্রগতিশীল সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল ইউক্রেন, সমাজবাদী দল ও ভ্লাদিমির সালদো ব্লক।
ইউক্রেনের আইন মন্ত্রণালয়কে দ্রুত এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বলেছেন জেলেনস্কি। তিনি বলেন, যতদিন সামরিক আইন বহাল থাকবে ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।