ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরায়েল। শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য জেরুজালেমকে উপযুক্ত জায়গা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, সম্ভাব্য শান্তি আলোচনার উপযুক্ত স্থান হতে পারে জেরুজালেম।
রোববার (২০ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অর্থবহ আলোচনার উপায় খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আমরা তার এমন প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ, যেন আমরা শিগগিরই বা পরে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে পারি। সেটি সম্ভবত জেরুজালেমে।
জেলেনস্কি আরও বলেন, সম্ভব হলে শান্তি খোঁজার এটাই সঠিক জায়গা।