ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির একটি রাসায়নিক প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া লিক করে ছড়িয়ে পড়ছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। খবর রয়টার্সের।
সুমির গভর্নর দিমিত্রি ঝিভিৎস্কি নিজের টেলিগ্রামে করা এক পোস্টে জানান, সোমবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টার দিকে সুমাসিমপ্রম রাসায়নিক কারাখানা থেকে অ্যামোনিয়া লিক করেছে। এতে করে সুমিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তবে এখনো জানা যায়নি কি কারণে অ্যামোনিয়া লিক করছে।
সুমাসিমপ্রম কারখানার চারদিকে পাঁচ কিলোমিটারব্যাপী এলাকাকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। এবং ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়া পরামর্শ দিয়েছেন গভর্নর ঝিভিৎস্কি।
তবে কর্তৃপক্ষ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে লিকটি সারাতে সক্ষম হয়েছেন বলে জানান গভর্নর। এখন নাগরিকদের জন্য কোনও হুমকি নেই বলেও জানান তিনি।