ইউক্রেইনের রাজধানী কিয়েভের পোদিলিস্কি এলাকার শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২০ মার্চ) এ হামলায় শপিং মলটি ধ্বংস হয়ে যায়। খবর বিবিসির।
ইউক্রেইনের জরুরি সেবা বিভাগ শপিং সেন্টারে হামলার সময় তোলা ভিডিও প্রকাশ করেছে। অগ্নিনির্বাপণ কর্মীদেরকে পরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়াদের উদ্ধার করতে দেখা যায়।
হামলার পর পরই কিয়েভে কারফিউ ঘোষণা করেছে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।
টেলিগ্রাম বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন। একইসঙ্গে সতর্ক সংকেত শুনলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলেন তিনি।