অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে: ক্রেমলিন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:21:21

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যদি নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তখনই রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

মঙ্গলবার (২২ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর পেসকভকে এটা বলতে বাধ্য করান যে, তিনি আত্মবিশ্বাসী যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় প্রেক্ষাপটে পারমাণবিক বিকল্প ব্যবহার করবেন না।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে একটা ধারণা আছে এবং এটি সর্বজনীন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সমস্ত কারণ সেখানে আছে আপনি পড়তে পারেন। সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয়, তবে আমাদের ধারণা অনুসারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি ধারণা আছে এবং এটি সর্বজনীন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সব কারণ পড়ে দেখতে পারেন। সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয়, তখন এটি ব্যবহার করা যেতে পারে।’

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে গত মাসে রাশিয়ার পারমাণবিক বাহিনীকে হাই অ্যালার্ট রাখার নির্দেশ দিয়েছিলেন পুতিন। সেই নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরগুলোকে বর্ধিত যুদ্ধের দায়িত্বে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর