ইউক্রেন বছরের পর বছর ধরে যুদ্ধ চায় না

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 05:45:11

ইউক্রেন বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে চায় না। তারা শুধুমাত্র বেঁচে থাকতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে বিশেষ অধিবেশনে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রধানরা।

এ অধিবেশনে ভার্চুয়ালি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। ন্যাটোর ‘বিশেষ’ এ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

এ সময় জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ানদের চেয়ে সামরিক শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে ইউক্রেন। তাদের আরও অস্ত্র প্রয়োজন। আকাশ প্রতিরক্ষার দিক দিয়ে ইউক্রেন  অনেক দুর্বল। তবুও তারা এখনো কোনো দেশের কাছ থেকে একটি বিমানও পায়নি।

জেলেনস্কি ন্যাটো নেতাদের কাছে অনুরোধ করেছেন,  ইউক্রেনকে বিমান ও ট্যাংক দিতে ও তাদের কাছে এগুলো বিক্রি করতে।  আমরা এক মাস ধরে অসম অবস্থায় আছি। রাশিয়া তাদের যত অস্ত্র আছে তার সবই ব্যবহার করছে।

জেলেনস্কি আরও বলেন, তিনি বিশ্ব নেতাদের কাছে বিমান ও ট্যাংক সহায়তা চেয়েছেন। কিন্তু এখনো একটি বিমানও পাননি। আমাদের এগুলো (বিমান ও ট্যাংক) দিন। আমাদের কাছে এগুলো বিক্রি করুন।

জেলেনস্কি আরও বলেছেন, আপনাদের ১ ভাগ  শুধুমাত্র ১ ভাগ বিমান ও ট্যাংক আমাদের দিতে পারেন।

এ সম্পর্কিত আরও খবর