দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনকে দুই ভাগ করতে চাইছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা।
রোববার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কাইরিলো বুদানভ বলেছেন, পুরো দেশ দখলে ব্যর্থ হওয়ায় রাশিয়া ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো করতে চাইছে। তাই শিগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে তারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটির সেনারা। যার কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারাসহ বিভিন্ন দেশ একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা দিতে থাকে কোনো কিছুতেই থামছেন না পুতিন। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পর্যন্ত দিয়েছে মস্কো। নানা কূটনৈতিক তৎপরতার পরও সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।