রাশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক আলফা ব্যাংক এবং সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সেবারব্যাংকের ওপর গুরুতর আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি সাধারণ রাশিয়ানদের জন্য সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
তিনি বলেন, আলফা ব্যাংক এবং সেবারব্যাংকের ওপর নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাশিয়ার সাধারণ জনগণ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ এপ্রিল) এ কথা বলেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। খবর আল-জাজিরার।
মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অবিরাম আক্রমণ অভিহিত করে তিনি বলেন, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির ঋণ পরিশোধ করা কঠিন করে তুলছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার সরকারের বেশ কিছু কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নতুন এ নিষেধাজ্ঞা রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাকে খর্ব করবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে রাশিয়ায় সব ধরনের নতুন বিনিয়োগ।