রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে অন্তত ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে সেখানকার মেয়র ভাদিম বয়চেঙ্কো।
তিনি বলেছেন, রুশ বাহিনী যুদ্ধাপরাধ লুকাতে নিহত হাজার হাজার বেসামরিক মানুষের লাশ পুড়িয়ে ফেলছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) মার্কিন বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। খবর আল জাজিরার।
মারিউপোলের মেয়র বলেন, রাশিয়ান বাহিনী তাদের যুদ্ধাপরাধ লুকানোর জন্য মারিউপোলে শেলিংয়ে নিহত বেসামরিক নাগরিকদের হাজার হাজার মৃতদেহ সংগ্রহ করে পুড়িয়ে দিচ্ছে।
তিনি দাবি করেন, মারিউপোল শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। রুশ সেনারা মরদেহগুলোকে একটি শপিং সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করছে। বয়চেঙ্কো বলেন, ট্রাককে ভ্রাম্যমাণ শ্মশানে পরিণত করা হয়েছে। এর দরজা খুললেই দেখা যায়, ভেতরে একটি পাইপ আছে। মরদেহগুলো পোড়ানো হয় সেখানে।
তিনি আরও অভিযোগ করেন কিছু মৃতদেহ মারিউপোলের কাছে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহর খার্তসিজকের অন্য একটি শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে, আল জাজিরা বয়চেঙ্কোর দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।