রাশিয়ার তেল-গ্যাস ব্যবহার ছাড়া ইউরোপের বিকল্প নেই: পুতিন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 08:01:24

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের কাছে রাশিয়ার জ্বালানি ব্যবহার ছাড়া আর কোনও বিকল্প নেই। তেল ও গ্যাস সরবরাহের বিকল্প খুঁজলে তা হবে অর্থনীতির জন্য ‘অত্যন্ত ক্ষতিকারক’ পরিণতি বলে সতর্ক করেছেন পুতিন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মস্কোর বাসভবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পুতিন বলেন, ‘ইউরোপের জন্য একটি যুক্তিসঙ্গত বিকল্পের অস্তিত্ব নেই।’

‘বৈশ্বিক বাজারে অতিরিক্ত পরিমাণ মজুতও নেই এবং অন্যান্য দেশ থেকে ডেলিভারি, যেমন প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ইউরোপে পাঠানো হতে পারে, এতে ভোক্তাদের অনেক গুণ বেশি খরচ হবে।’

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে ইউরোপের নেতারা রাশিয়ার জ্বালানির ওপর তাদের নির্ভরতা কমাতে চাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির মতো দেশের সমালোচনা করে বলেছেন, অতিরিক্ত ব্যয়ের জন্য রাশিয়ার তেল এবং গ্যাসের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি জার্মানি। এতে করে দেশটি তাদের হাতে রক্ত লাগিয়েছে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।

এদিকে পুতিন স্বীকার করেছেন রাশিয়া রফতানির উদ্দেশ্যে জ্বালানি সরবরাহ করতে আর্থিক লেনদেনের সমস্যায় পড়েছিল। কারণ অনেক দেশ অর্থ স্থানান্তর দেরী করেছে।

তিনি বলেন, আমরা অনেকবার বলেছি, এখানে সবচেয়ে বড় সমস্যা হলো রফতানি সরবরাহের ব্যাঘাত।

এ সম্পর্কিত আরও খবর