যুদ্ধ কবে শেষ হবে, তা অনুমান করা কঠিন: জেলেনস্কি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 17:59:24

‘যুদ্ধ কবে শেষ হবে, তা অনুমান করা কঠিন।’ শুক্রবার (১৫ এপ্রিল) রাতে দেওয়া এক ভাষণে এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘যদি কেউ বলে বছরের পর বছর ধরে যুদ্ধ চলবে, আমার উত্তর হলো, যুদ্ধ আরও তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা যেসব অস্ত্রের জন্য অনুরোধ জানিয়েছি, সেগুলো যদি শিগগিরই পেয়ে যাই, তাহলে আমাদের অবস্থান শক্ত হবে। শিগগিরই শান্তিও ফিরে আসবে।’

জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ নিয়ে আমি বিভিন্ন ভবিষ্যদ্বাণী শুনেছি। রাশিয়ার সেনাবাহিনীর উদ্দেশ্য ও ক্ষমতা নিয়ে অন্য অনেক গণমাধ্যমের তুলনায় আমার কাছে বেশি তথ্য রয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার অর্থনীতির সম্ভাবনা ও রাশিয়ার সামাজিক অবস্থা সম্পর্কেও তিনি অনেক তথ্য জানেন। তিনি বলেন, যুদ্ধ কত দিন চলবে, তা এই দুটি বিষয়ের ওপর নির্ভর করবে।

এ সম্পর্কিত আরও খবর