ডনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ করছে ইউক্রেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আত্মসমর্পণের কোনো ইচ্ছা নেই তাদের।
রোববার (১৭ এপ্রিল) সিএনএনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি সংঘাত বন্ধ করার জন্য মস্কোকে আহ্বান জানান
তিনি ডনবাস এবং পূর্ব ইউক্রেনের দখল করার অভিপ্রায় ঝেরে ফেলার কথা বলেন।
তিনি যোগ করেছেন, ইউক্রেন এবং দেশটির জনগণ পরিষ্কার। অন্য কারো ভূখণ্ডের ওপর আমাদের কোনো দাবি নেই। কিন্তু আমরা আমাদের কোন ভূখণ্ড ছেড়ে দেব না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস দখলের কথা বলছেন। তিনি ইউক্রেনের পুরনো কয়লা ও ইস্পাত উৎপাদনকারী এলাকা দখল করার কথা জানিয়েছেন। পুতিন দুটি বড় পূর্বাঞ্চলীয় অঞ্চল লুহানস্ক এবং ডোনেটস্ক, যা দক্ষিণে মারিউপোলের উত্তর সীমান্ত পর্যন্ত বিস্তৃত- এসব অঞ্চল দখলেরও আভাস দিয়েছেন।