খারকিভে বোমা হামলা, ভেঙে ফেলা হলো ২য় বিশ্বযুদ্ধের নায়কের স্তম্ভ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:59:09

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। খবর- বার্তা সংস্থা এএফপি।

রোববার (১৭ এপ্রিল) খারকিভের স্বাস্থ্য বিভাগের প্রধান ম্যাকসিম খাস্তভ বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপির প্রতিবেদনে জানা যায়, পুরো শহর জুড়ে আগুন জ্বলেছে।  হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছাদ ভেঙে পড়েছে।

খারকিভ শহরে সোভিয়েত কমান্ডার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক মার্শাল জর্জি ঝুকভের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে- আবক্ষ মূর্তিটি তার পাদদেশ থেকে উপড়ে ফেলা হয়েছে।

ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টার সাসপিলনও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে একই সংখ্যক মানুষের হতাহতের খবর দিয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছে তারা।

রুশ বাহিনী কিয়েভ ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার যুদ্ধের ৫২তম দিন থেকেই নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ অনেকটা বেড়েছে।

কৃষ্ণসাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ‘আগ্রাসনের’ কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর