ইউক্রেনে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করলে বিদ্যুৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গের উত্তরের এক শহরে আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনার সময় রাশিয়ার প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে,
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়া দক্ষিণ ইউক্রেনে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা পশ্চিমা সরবরাহকৃত অস্ত্রের একটি বৃহৎ ব্যাচ ধ্বংস করেছে বলে পুতিন দাবি করেছে।
পুতিন বলেন, কেউ যদি বাইরে থেকে ইউক্রেনে হস্তক্ষেপের চেষ্টা করে ও রাশিয়ার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করে, তাহলে আমরা বিদ্যুৎ গতিতে জবাব দিবো।
ধারণা করা হচ্ছে এ বক্তব্যের মাধ্যমে তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের কথাই বলেছেন। তিনি বলেন, আমরা এটি (পারমাণবিক অস্ত্র) নিয়ে গর্ব করব না, প্রয়োজন হলে আমরা সেগুলি ব্যবহার করব এবং আমি চাই যে সবাই তা জানুক। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে সব সিদ্ধান্ত নিয়েছি।
তবে যুদ্ধে যেন রাশিয়াকে ইউক্রেন হারাতে পারে, সেজন্য ইউক্রেনের সহযোগী দেশগুলো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে।
পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে।