ইউরোপ তৃতীয় দেশের মাধ্যমে তেল কিনবে: রাশিয়ান কর্মকর্তা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:19:57

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন পরিস্থিতিতে রাশিয়ান এক কর্মকর্তা দাবি করেছেন, নিষেধাজ্ঞা জারি করলেও তৃতীয় দেশের মাধ্যমে রাশিয়ার তেল ক্রয় চালিয়ে যাবে ইউরোপ।

বুধবার (০৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রভাবশালী সিনেটর ভ্লাদিমির জাবারভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন, ইউরোপের নেতারা পাগল হয়ে গেছে। তারা বলছে রাশিয়ার কাছ থেকে নাকি তেল কিনব না। ঠিক আছে, কিনবেন না, আমরাও তাদের তেল কেনার জন্য জোর করবো না।

তবে, এটাও ঠিক তারা তেল কিনবে তৃতীয় দেশের মাধ্যমে। আরও বেশি দাম দিয়ে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী রাশিয়ার ওপর পর্যায়ক্রমে তেল নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন।

এ সম্পর্কিত আরও খবর