জাহাজ জব্দের ঘটনায় রাশিয়ার গাড়িতে আগুন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-25 21:54:30

ইউক্রেনের জাহাজ রাশিয়া নৌবাহিনী কর্তৃক জব্দের ইস্যুতে দেশটির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেন সরকার ও সাধারণ জনতা। এই ইস্যুকে কেন্দ্র করে দেশটিতে অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসির একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে দেশটির ক্ষুব্ধ জনগণ।

সোমবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।

রোববার রাতে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার পর তিনটি জাহাজ জব্দ করে রাশিয়া। বিষয়টিকে কেন্দ্র করেই ঘটনার শুরু।

এমনকি রাশিয়ার নৌবাহিনীর হামলায় ইউক্রেনের বেশ কয়েকজন নৌ-সদস্য আহত হয়েছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করে।

বিষয়টিকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনতা ও সরকার। ইউক্রেনে অবস্থিত রাশিয়ার অ্যাম্বাসির সামনে প্রায় দেড় শতাধিক মানুষ জড়ো হয়ে আন্দোলন করছে।

আন্দোলনে রাশিয়ার প্রতি তীব্র ক্ষোভের পাশাপাশি দেশটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করার কথাও জানান আন্দোলনকারীরা। 

আন্দোলনকারীদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আমরা এই বিষয়ে খুব ক্ষুব্ধ। আমরা রাশিয়ার সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায়। যেটা অনেক আগে স্থাপিত হয়েছিল।

এদিকে ইউক্রেন সরকারের সংসদীয় এক বৈঠক শেষে দেশটির সরকার সামরিক আইন জারি করার কথা বলেছেন।

এ সম্পর্কিত আরও খবর