মিশরে সশস্ত্র হামলায় ১১ সেনা সদস্য নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 12:54:33

মিশরের সিনাই উপদ্বীপে সশস্ত্র হামলায় দেশটির সামরিক বাহিনীর একজন কর্মকর্তাসহ ১১ জন সদস্য নিহত হয়েছেন।

দেশটির একজন সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে শনিবার (০৭) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে’।

বিবৃতিতে ওই মুখপাত্র আরও বলেন, হামলায় পাঁচ নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। তার ভাষায়, সন্ত্রাসী উপাদানগুলোকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া ও অবরোধ করা হচ্ছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মিশরের সামরিক বাহিনী অবশ্য এই হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেনি। তবে উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে সশস্ত্র এই হামলার ঘটে।

এ সম্পর্কিত আরও খবর