দেখা মাত্র গুলির নির্দেশ শ্রীলঙ্কায়

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:20:01

শ্রীলঙ্কায় দেখা মাত্র গুলি করার নির্দেশ জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাবাহিনী ক্ষমতা দিয়েই  কড়া হাতে বিক্ষোভ দমনে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা ঠেকাতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দেয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে।

সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন খবর পেয়েই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। কয়েক হাজার আন্দোলনকারী নৌঘাঁটি ঘিরে ফেলেছেন বলে ওই দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে।

এই পরিস্থিতিতে ‘দেখা মাত্র গুলির’ সরকারি ফরমান প্রাণহানি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বস্তুত, গত ৪৮ ঘণ্টার পরিস্থিতি দেখে শ্রীলঙ্কায় ফের গৃহযুদ্ধের আশঙ্কা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সরকারের সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সোমবার পাঁচ জনের মৃত্যু হয় শ্রীলঙ্কায়। আহত হন কমপক্ষে ২০০ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক জন পার্লামেন্ট সদস্যও। বিক্ষোভের মুখে সোমবারই পদত্যাগ পত্র জমা দনে মাহিন্দা রাজাপাকসে।

এ সম্পর্কিত আরও খবর