বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে: ইইউ প্রধান

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:23:54

বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল।

শুক্রবার (১৩ মে) সকালে হিরোশিমার স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ইইউ প্রধান বলেন, আমরা যখন কথা বলছি, তখন বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে।

তিনি বলেন, রাশিয়া একটি পারমাণবিক সশস্ত্র রাষ্ট্র... পারমাণবিক অস্ত্র ব্যবহার লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, তারা (রাশিয়া) ইউক্রেনের সার্বভৌম রাষ্ট্রে আক্রমণ করছে।

চার্লস মিশেল বলেন, ১৯৪৫ সালে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় নিহতদের জন্য নির্মিত স্মারকটি আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রের জন্য একটি কঠোর অনুস্মারক।

এ সম্পর্কিত আরও খবর